বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২৭ জুন ২০২১, ০০:০০

বাগাদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। গত বুধবার বাগাদী ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ বেলায়েত হোসেন গাজী (বিল্লাল) ও বাগাদী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

বাদ আসর বাগাদী চৌরাস্তায় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলহাজ বেলায়েত হোসেন গাজী (বিল্লাল)। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাঁর জন্ম হয়েছিলো বলেই আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার নেতৃত্বে দেশ থাকলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

বাগাদী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর খানের পরিচালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ জাকির হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল খান, মোঃ জাকির হোসেন খান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু মিয়াজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার পাটওয়ারী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ গাজী, ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাক রিপন খান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোঃ শহীদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আরিফ উল্যা, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়াজী, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ আখন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নাজির মুন্সি, নাছির কবিরাজ, দেলোয়ার মিয়াজীসহ ইউনিয়ন আওয়ামী লীগের সর্বস্তরের নেতা-কর্মীরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নানুপুর জামে মসজিদের ইমাম মাওঃ আবু বকর ছিদ্দিক ফরাজী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়