শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা যুবদল সম্পাদক নূরুল আমিন আকাশকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলা যুবদল সম্পাদক নূরুল আমিন আকাশকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডঃ নূরুল আমিন খান আকাশকে বিতর্কিতভাবে অব্যাহতি দেয়ার প্রতিবাদ জানিয়েছে চাঁদপুর জেলা যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও তার অনুসারীরা।

২০ মার্চ বুধবার দুপুরে জেলা যুবদলের উদ্যোগে শহরের চিত্রলেখার মোড় হতে নেতৃবৃন্দ নূরুল আমিন খান আকাশকে স্বপদে পুনর্বহালের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, জেলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি নূরুল আমিন খান আকাশ হচ্ছেন জননেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের অত্যন্ত আস্থাভাজন। আকাশ শুধু যেনো একটি নাম নয় বরং প্রতিষ্ঠান। কেননা তার হাত ধরে হাজার ছাত্র-যুবক আজকে জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের পদে অলংকৃত হয়েছেন। একই সাথে তিনি সাংগঠনিক সকল কর্মসূচিতে ও রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। বরং তিনি পুলিশি বাধা ও গ্রেফতার-আতঙ্ক উপেক্ষা করে রাজনীতির মাঠে লড়াই চালিয়ে যাচ্ছিলেন। তার এই বিতর্কিত অব্যাহতি শান্ত সংগঠনকে দারুণভাবে ক্ষতিগ্রস্ত করবে।

বক্তারা আরও বলেন, অনতিবিলম্বে আকাশের এই অব্যাহতি প্রত্যাহার করে চাঁদপুর জেলা যুবদলের স্বপদে বহাল করে গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করতে হবে। দেশ মাতাকে মুক্ত করার আন্দোলন সফল করতে এই হটকারী সিদ্ধান্ত দ্রুত পরিবর্তন করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা কঠোর অবস্থানে যাবো।

এ সময় চাঁদপুর জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শহীদ ঢালী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকির মিজি, সহঃ দপ্তর সম্পাদক রাসেল খান পায়েল, সহ-সাংস্কৃতিক সোহরাব আখন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাইয়ুম খান, কবির খান, সদস্য মেহেদী হাসান খান জনি, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সজিবসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ওমরা হজ্বে সৌদিতে অবস্থানকালে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় জানিয়ে ১৭ মার্চ এক প্রেস বিবৃতি দিয়ে নুরুল আমিন খান আকাশকে অব্যাহতি দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়