মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪  |   ৩৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
  •   নির্মাণের এক বছর না যেতেই ফরিদগঞ্জ কেন্দ্রীয় মডেল মসজিদের বেহাল দশা
  •   শেষ হলো পদ্মা-মেঘনায় জাল ফেলার নিষেধাজ্ঞা
  •   ফরিদগঞ্জে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
  •   মোবাইল ব্যবহারে নিষেধ করায় শিশু শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ০০:০০

শাহরাস্তিতে পানিপড়া আনতে গিয়ে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ॥ ধর্ষক আটক

মোঃ মঈনুল ইসলাম কাজল ॥
শাহরাস্তিতে পানিপড়া আনতে গিয়ে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ॥ ধর্ষক আটক

শাহরাস্তিতে মসজিদের ইমামের কাছে পানিপড়া আনতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে প্রতিবন্ধী যুব বয়সী নারী (২৪)। ঘটনায় অভিযুক্ত হাফেজ মাওলানা ইলিয়াছুর রহমান (২৯)কে গ্রেফতার করে ১৯ মার্চ বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, রায়শ্রী উত্তর ইউনিয়নের চণ্ডীপুর হীরার বাড়ির মৃত সামছুল হকের পুত্র মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের হাজী বাড়ি জামে মসজিদে ইমামতি করতেন। গত বছরের ১০ সেপ্টেম্বর দুপুর পৌনে ৩টার দিকে দেবীপুর গ্রামের এক প্রতিবন্ধী যুব বয়সী নারী (২৪) ইমাম ইলিয়াছুর রহমান থেকে পানিপড়া আনতে মসজিদ সংলগ্ন ইমামের থাকার কক্ষের সামনে যায়। ওই সময় অভিযুক্ত ইমাম ভুক্তভোগীকে হাত ধরে টেনে রুমের ভিতর নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর গত ২০ ফেব্রুয়ারি সকালে ভুক্তভোগী একটি অপরিপক্ক সন্তান প্রসবের পর বিষয়টি পরিবারের নজরে আসে। ভুক্তভোগী জানায়, ধর্ষণের পর গর্ভবতী হয়ে পড়ায় সে বিষয়টি ইমামকে জানালে তাকে গর্ভপাতের ২টি ট্যাবলেট খাইয়ে দেয়।

এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে শাহরাস্তি মডেল থানায় মামলা দায়ের করলে সোমবার গভীর রাতে পুলিশ টামটা উত্তর ইউনিয়নের রাজাপুরা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ইতোমধ্যে ভুক্তভোগীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন ও ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়