শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৯ মার্চ ২০২৪, ০০:০০

পৌর যুবদল নেতা সোহেল গাজীর মায়ের কুলখানি

স্টাফ রিপোর্টার ॥
পৌর যুবদল নেতা সোহেল গাজীর মায়ের কুলখানি

চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল গাজীর মাতা ও বীর মুক্তিযোদ্ধা সোনা মিয়ার স্ত্রী মরহুমা মমতাজ বেগমের কুলখানি শুক্রবার জুমার নামাজের পর পুরাণবাজার জাফরাবাদ নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। এসময় মরহুমের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মামুনুর রহমান দোলন, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, দপ্তর সম্পাদক ইউসুফ মিয়াজী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন দলের স্থানীয় নেতৃবৃন্দ, এলাকাবাসী এবং মরহুমার আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।

কারা নির্যাতিত যুবদলের ত্যাগী নেতা সোহেল গাজীর মা মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নাল্লিল্লাহে...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্বামী, একমাত্র ছেলে, ৫ মেয়ে, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

ওইদিন জানাজার নামাজ বাদ জোহর মরহুম মোস্তাক হায়দার চৌধুরী বাড়ী জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। পরে নিজ বাড়ির পারিবার কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়