প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চাঁদপুরে মহিলা আওয়ামী লীগ সবমসময় ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল
চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা নূর খানের সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক এবং পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলার পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী।
জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী আফরোজা খাতুন মেরী এবং আয়েশা রহমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মৃধুলা সাহা, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা খালেদা খানম, মহিলা আওয়ামী লীগের নেত্রী আয়েশা আক্তার শ্যামলী, সুলতানা রাজিয়া, তপতী কর, সৈয়দা রোকসানা, কুমকুম নূরজাহান, নাসরিন ইসলাম নিপা, বিলকিস আক্তার, দিলারা মমিন, পারুল বেগম, কাজী ফাতেমা, ৫নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা মুন্নি বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ। ১৯৬৯ সালে ২৭ ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহিলা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে মহিলা আওয়ামী লীগ এ দেশের সকল আন্দোলন সংগ্রামে অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা রেখেছে।
তিনি আরো বলেন, চাঁদপুরে মহিলা আওয়ামী লীগ সবসময় ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল সংগঠন। মহিলা আওয়ামী লীগ প্রতিটি নির্বাচন এমনকি আন্দোলন সংগ্রামেও রাজপথে আমাদের পাশে ছিলো। বিরোধী দলগুলোও নির্বাচন বানচাল করতে ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে অনেক ষড়যন্ত্র করেছে। তখন নারীদের ভোটকেন্দ্রে আনতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মহিলা আওয়ামী লীগ। আজকের এই দিনে আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাই।
আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কেটে মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। আলোচনা সভার ফাঁকে ফাঁকে গান নৃত্যসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এর আগে দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। পরে সেখানে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় জেলা মহিলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।