প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুরে জাতীয় স্থানীয় সরকার দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা
‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’ প্রতিপাদ্যে চাঁদপুরে পালিত হলো জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪। এ উপলক্ষে ২৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইয়াসির আরাফাত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সাখাওয়াত জামিল সৈকত, স্থানীয় সরকার বিভাগের সহকারী পরিচালক নিগার সুলতানাসহ স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট অংশীজন।
সভাপ্রধানের বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্থানীয় সরকার বিভাগ জনগণের দোড়গোড়ায় গিয়ে কাজ করে। ২০৪১ সালের উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্থানীয় সরকার বিভাগকে তথ্য-প্রযুক্তিতে আরো বেশি দক্ষ ও সক্ষম করে গড়ে তুলতে হবে।