প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
হাজীগঞ্জ পাইলট বালিকা উবির সভাপতি খালেদুর রব মিঠু
হাজীগঞ্জ পৌরসভার ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠান হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ খালেদুর রব মিঠু। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃক প্রেরিত একপত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে এবং বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন। খালেদুর রব মিঠু প্রাক্তন সাংসদ মরহুম আব্দুর রব মিয়ার জ্যেষ্ঠপুত্র।
জানা গেছে, গত ১৯ ফেব্রুয়ারি সোমবার হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেয় কুমিল্লা শিক্ষাবোর্ড। যার স্মারক নং-২.৩৭.১৩.০০০০.২১২.২২.৩৫.২৪.৪৮৮৮। অনুমোদনপত্রে উল্লেখ করা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০০৯ এর ৩৯ (১) ধারা অনুসারে ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়।
কমিটির সভাপতি হলেন : প্রাক্তন সাংসদ মরহুম আব্দুর রব মিয়ার জেষ্ঠ্যপুত্র, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ খালেদুর রব মিঠু (বোর্ড কর্তৃক মনোনীত), সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মোঃ মিজানুর রহমান তুহিন (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত) ও অভিভাবক প্রতিনিধি ফাতেমা আক্তার (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদনপত্র মঙ্গলবার হাতে পেয়েছি। এজন্যে আমি সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম মহোদয় ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি নবগঠিত কমিটিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এক প্রতিক্রিয়ায় চাঁদপুর কণ্ঠকে সভাপতি মোঃ খালেদুর রব মিঠু আরো বলেন, হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সকলের কাছে সার্বিক সহযোগিতা প্রত্যাশা করি।