মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর জেলা স্কাউটসের বিপি দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর জেলা স্কাউটসের বিপি দিবস উদযাপন

চাঁদপুরে স্কাউটস্-এর জনক রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বিপি)-এর ১৬৭তম জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউট দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিপি দিবস ২০২৪ ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়।

জেলা স্কাউটসের আয়োজনে বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর শহরের স্কাউট ভবন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিপির জন্মদিনের কেক কাটা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্কাউটস কমিশনার সামছুল আমিন। জেলা স্কাউটস সম্পাদক অজয় কুমার ভৌমিকের সভাপ্রধানে আরো বক্তব্য রাখেন এলটি আলম আরা সাফি, এডি পুরবী সরকার, এএলটি হাফেজ আহম্মদ, উপজেলা স্কাউটস্ কমিশনার শাহজাহান সিদ্দিকী ও ক্যাব লিডার তাহমিনা আক্তার। পরে দিনব্যাপী গার্ল ইন স্কাউটসের ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়।

রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল ১৮৫৭ সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনে জন্মগ্রহণ করেন। ১৯০৭ সালে তিনি স্কাউট আন্দোলনে বয় স্কাউট হিসেবে আত্মপ্রকাশ করেন। চাঁদপুর জেলা স্কাউটসের বিপি দিবস ২০২৪ ডে ক্যাম্পের এই অনুষ্ঠান পরিচালনা করেন এবং সহযোগিতায় ছিলেন মোঃ সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম, ফাইয়াজ আহমেদ তৌশিফ, রাফি হোসেন ও সাহিরা। এতে চাঁদপুর জেলা স্কাউটস্, জেলা রোভার, সদর উপজেলা স্কাউটস্, শহীদ জাবেদ মুক্ত স্কাউট গ্রুপ, মেঘনা পাড় মুক্ত স্কাউটসহ প্রায় দুশ' স্কাউটস্ গার্ল ইন স্কাউটস্ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়