মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁদপুর শহরের তালতলা বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ দীক্ষানুষ্ঠান অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াছমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনেয়ারা নীরু ও সিনিয়র শিক্ষিকা নার্গিস বেগম স্বপ্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রেজ্জাক সিদ্দিকী, রবিউল হোসেন, সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, অভিভাবক কমিটির সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, সহ-সভাপতি অ্যাডঃ আতাউর রহমান পাটওয়ারী প্রমুখ। এ সময় এলাকার সুধী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ম্যানেজিং কমিটিসহ সকলের আন্তরিক সহযোগিতায় সম্পন্ন হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়