প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
আল-কারীম হাউজিং লিমিটেডের অফিস উদ্বোধন
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আল-কারীম হাউজিং লিমিটেডের অফিস উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ জয়নাল আবদিন।
তিনি তার বক্তব্যে বলেন, আমরা চাই সুদমুক্ত ভারসাম্যপূর্ণ অর্থ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, আবাসন সমস্যার সমাধান ও বেকারদের কর্মসংস্থান সৃষ্টি। তিনি বলেন, সমাজের সকল শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে এটিকে সামাজিক ব্যবসায় রূপান্তর করতে চাই। আমরা চাঁদপুরের সকল মানুষ ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
আল-কারীম হাউজিং লিমিটেডের পরিচালক মাওলানা বেলাল হোছাইন রাজীর সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-কারীম হাউজিং লিমিটেডের পরিচালক হাফেজ মাওলানা জসিম উদ্দিন, শরিয়াহ উপদেষ্টা মুফতি জাফর আহমদ, বিশিষ্ট আলেম মাওলানা মোস্তফা আল হাসান, মুফতি আমির হোসেন বিননূরী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল গফুর, আমির হোসেন মাঝি, আব্দুর রহিম বেপারী, হাফেজ ইমাম হোসাইন, কামরুল হোসাইন চৌধুরী সহ বিশিষ্ট ব্যবসায়ী, ওলামায়ে কেরাম ও সামাজিক ব্যক্তিবর্গ।