প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে লেখক ফোরামের ‘চড়ুইভাতি’ সম্পন্ন
প্রতি বছরের ন্যায় এবারও ফরিদগঞ্জ লেখক ফোরাম আয়োজন করলো বাঙালির হাজার বছরের পুরানো সংস্কৃতি ‘চড়ুইভাতি’ অনুষ্ঠান। দিনভর সংগঠনের সদস্যদের পদচারণায় মুখরিত থাকে আম্বিয়া- ইউনুছ ফাউন্ডেশন মাঠ।
১৭ ফেব্রুয়ারি শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত কবি-সাহিত্যিকদের অক্লান্ত পরিশ্রম এবারের ‘চড়ুইভাতি’ অনুষ্ঠানটি সফল হয়। সংগঠনের সাধারণ সম্পাদক রাবেয়া আক্তারের নেতৃত্বে এক ঝাঁক তরুণ-তরুণী এতে অংশ নেন। সকাল থেকে কেউ চুলা তৈরিতে, কেউ লাকড়ি সংগ্রহে, কেউ সবজি কাটা, কেউ মুরগি কাটা, কেউ ভর্তা বানাতে ব্যস্ত ছিলো। রান্নার মূল কারিগর ছিলেন রাবেয়া আক্তার। বিশেষ করে দপ্তর সম্পাদক মেহেরাজ হাসান সৌরভ, সমাজকল্যাণ সম্পাদক টিটু হোসাইন, সদস্য কুলসুমা আক্তার, রাজু, আজিম ও ফাতেমা। একদিকে রান্নার কাজ চলছে অন্যদিকে পাঠাগারে বসে কেউ কেউ সাহিত্য আড্ডাও দিচ্ছে। কেউ কেউ মাঠের বিভিন্ন কোণায় বসে পারিবারিক এবং ব্যক্তিগত আলাপচারিতাও সেরে নেন। সকালের দিকে মুড়ি মাখা এবং আচারের স্বাদ মিস করেছেন অনেকেই।
সংগঠনের সভাপতি আকবর হোসেন মনির জানান, ‘চড়ুইভাতি’ বাঙালি সংস্কৃতির পুরানো অনুষঙ্গ, যা যান্ত্রিকতার যুগে হারিয়ে গেছে। শৈশবের স্মৃতি মনে করিয়ে দিতে এবং পুরানো স্মৃতিকে নতুন করে হৃদয়ে ধারণ করে সুন্দর একটি বছরের চলার পাথেয় হিসেবে এ আয়োজন। লেখক ফোরাম সবসময় ব্যতিক্রম এবং শেকড়ের সাথে আছে এবং থাকবে।
অনুষ্ঠানে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, উপদেষ্টা মোস্তফা কামাল মুকুল, ফরিদগঞ্জ রোটারী ক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডঃ মাহাবুবুর রহমান, এফ. এম. ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্যবসায়ী মোঃ মাহবুবুর রহমান, কবি ও গবেষক মোঃ মুহাম্মদ ফরিদ হাসান, চাঁদপুর সাহিত্য মঞ্চের সভাপতি মাইনুল ইসলাম মানিক, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাবেক সভাপতি কে. এম. নজরুল ইসলাম, ফাতেমা আক্তার শিল্পী, সাবেক সাধারণ সম্পাদক মহসিন হাসান শুভ্র, ফরিদগঞ্জ প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক মাছুম তালুকদার, লেখক ফোরাম সিনিয়র সদস্য ফরিদ আহমেদ মুন্না, আবৃত্তিকার ফাতেমা ইয়াছমিন, তবলা বাদক সুব্রত দে প্রমুখ।