বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক

মরহুমা মমতাজ বেগমের স্মরণে মিলাদ দোয়া, শিক্ষা উপকরণ ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার ॥
মরহুমা মমতাজ বেগমের স্মরণে মিলাদ দোয়া, শিক্ষা উপকরণ ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ

চাঁদপুর সদর উপজেলার উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মরহুমা মমতাজ বেগমের স্মরণে মিলাদ দোয়া, শিক্ষা উপকরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লায়লা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠের চাঁদপুর জেলা প্রতিনিধি শাহ মোঃ জালাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর জেলা পরিষদের সদস্য ও মৈশাদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক।

উত্তর পশ্চিম মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জেসমিন আক্তার বিথীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহার ভানু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত কর, মৈশাদী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিন্দু চক্রবর্তী ও মৈশাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ মহসিন, মরহুমা মমতাজ বেগমের ছোট ছেলে বাংলাদেশ বিমানের কর্মকর্তা মোঃ খালেকুজ্জামান সুমন, একমাত্র মেয়ে বদরুন্নাহার আঁখি, বিশিষ্ট সমাজসেবক কামাল পাটওয়ারী, স্বপন, মোফাজ্জল হোসেন গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক জেসমিন আক্তার, সাথী রাণী কর, জাহানারা আরজু, রিপা চন্দ্র, জয়নুল আবেদিন, শারমিন আক্তারসহ সকল শিক্ষার্থীর অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মৈশাদী দিঘির পাড় দারুস সালাম জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নাছির উদ্দিন। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে দুইশ’ কেডস্, দুইশ’ স্কুল ড্রেস ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা চমৎকার নৃত্যানুষ্ঠান প্রদর্শন করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়