মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কুমিল্লা সীমান্তে পুকুরে দেয়াল নির্মাণ করছে বিএসএফ, সতর্ক অবস্থানে বিজিবি
  •   টিউলিপ সিদ্দিকের পদত্যাগের দাবির মধ্যে নতুন বিতর্ক
  •   স্বামী বিবেকানন্দের জন্মদিনে হাজীগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের শীতকালীন ত্রাণসেবা
  •   খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল, করা হবে বিশেষ কিছু পরীক্ষা
  •   সীমান্তে অস্থিরতা: পাগল বেশে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ কারা?

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মতলবে অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার ১১তম বর্ণ প্রতিযোগিতা

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলবে অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার ১১তম বর্ণ প্রতিযোগিতা

আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী, সামাজিক ও শিক্ষামূলক কাজে চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম অঙ্গীকার বন্ধু সংগঠন ও যুবকল্যাণ সংস্থার আয়োজনে প্রাথমিক, মাদ্রাসার ইবতেদায়ী বিভাগ ও কিন্ডারগার্টেন স্কুলের প্রাক-প্রাথমিক (শিশু) এবং প্রথম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারি শুক্রবার মতলবের দুটি কেন্দ্রে বর্ণ প্রতিযোগিতা উদযাপন উপ-কমিটির আহ্বায়ক মাহিনুর ইসলাম বৃষ্টি ও সদস্য সচিব মোহাম্মদ সবুজের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপ-কমিটির সমন্বয়ক মুহাম্মদ আল আমিন মিয়াজী, সংগঠনের সাধারণ সম্পাদক ও উপ-কমিটির যুগ্ম সমন্বয়ক এএস পলাশ, উপ-কমিটির যুগ্ম আহ্বায়ক সীমান্ত পাল, সুমন চন্দ্র সাহা, সদস্য মোঃ সৈকত তালুকদার, মোঃ তামিম তালুকদার, মোঃ কামরুল হাসান ও শয়ন বর্মন, সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ তালুকদার, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সাইফুল ইসলাম লিংকন।

এ সময় কেন্দ্র পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য, মতলব দক্ষিণ উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক আহমেদ বাদল, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইটি শিরিন, উপদেষ্টা পরিষদ সদস্য, বিশিষ্ট আবৃত্তিকার সাইয়্যেদুল আরেফিন শ্যামল, উপদেষ্টা ও মতলব পৌরসভার কাউন্সিলর সাইফুল ইসলাম মোহন, উপদেষ্টা পরিষদ সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আল মহসিন প্রধান, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করীম সেলিম, উপদেষ্টা ও ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহরাব হোসেন, উপদেষ্টা ও ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন মিয়া, সাংবাদিক মোহাম্মদ আকতার, সংগঠনের সাবেক সভাপতি, এলিট পরিষদের সদস্য সাংবাদিক আরিফুল ইসলাম শান্ত, এলিট সদস্য মোঃ সোহেল রানা সরকারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবক টিম।

এ সময় সংগঠনের সম্মানিত সদস্য মোঃ রোমান সরকার, ইসরাত জাহান রুমিসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকা, সহকারী শিক্ষক সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়