শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়/সূবর্ণচরে গৃহবধূ এবং দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ নির্যাতনের প্রতিবাদে

মহিলা ফোরামের প্রতিবাদ সভা

অনলাইন ডেস্ক
মহিলা ফোরামের প্রতিবাদ সভা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে হলরুমে আটকিয়ে স্ত্রীকে ধর্ষণ, নোয়াখালীর সূবর্ণচরে ঘরের সিঁদকেটে গৃহবধূ ও শিশু সন্তানকে ধর্ষণ, চাঁদপুরের শাহরাস্তি উপজেলা ভিক্ষুক নারীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। যা সারাদেশের ক্ষুদ্র চিত্র। একদলীয় ডামি নির্বাচনের ফলে নিজেদের দলের অভ্যন্তরে দেশব্যাপী গ্রামগঞ্জে, ইউনিয়নে ইউনিয়নে এমনকি শহরের বিভিন্ন পাড়া-মহল্লায় নিজেরা-নিজেরা মারামারি, কাটাকাটি, হামলা-পাল্টা হামলা অহরহ চলছে। এতে করে দেশের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসের সুযোগ নিয়ে সরকারের সহযোগিতায় চাল-ডাল-চিনি-পেঁয়াজ-ঔষধ কাঁচা বাজারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে দিয়েছে মুষ্টিমেয় ক’জন ব্যবসায়ী সিন্ডিকেট। যার ফলে শ্রমজীবী মেহনতী মানুষই নয় মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত মানুষ দিশেহারা। বাজারে গিয়ে সংসারের প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারছে না। অন্যদিকে সন্তানদের লেখাপড়ার ব্যয় মিটাতে পারছে না। আবার বৃদ্ধ বাবা-মায়ের ঔষধপত্রসহ চিকিৎসার ব্যয় মিটাতে পারছে না। একগুঁয়েমী কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী সরকার ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণ না করে সমাজে অভাবী, কর্মহীন মানুষের দায়িত্ব না নিয়ে ব্যবসায়ী সিন্ডিকেট, ঋণের নামে ব্যাঙ্কের টাকা লুট, বিদেশে টাকা পাচারকারীদের গ্রেপ্তার না করে তাদের রক্ষা এবং দেশে বা সমাজে ভীতিকর পরিবেশ সৃষ্টি করার প্রতিবাদে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চাঁদপুর জেলা শাখার উদ্যোগে ৯ ফেব্রুয়ারি বিকেলে নতুন বাজার মোড়ে ব্যানার-ফ্যাস্টুন নিয়ে প্রতিবাদ সভা করে।

কমরেড দিপালী রাণীর সভাপতিত্বে এবং মারিয়া আক্তারের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বাসদের সমন্বয়ক কমরেড শাহজাহান তালুকদার, জেলা কমিটির সদস্য কমরেড হারুনুর রশিদ, কমরেড জি.এম বাদশা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সদর উপজেলার আহ্বায়ক আবু তাহের বন্দুকসী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়