বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আজ অ্যাডঃ মিজানুর রহমানের স্মরণে দোয়া ও কুলখানি

চৌধুরী ইয়াসিন ইকরাম ॥
আজ অ্যাডঃ মিজানুর রহমানের স্মরণে দোয়া ও কুলখানি

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী মরহুম আলহাজ্ব অ্যাডঃ মোঃ মিজানুর রহমানের স্মরণে মিলাদ ও কুলখানি অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন অ্যাডঃ সেলিম আকবর অ্যাসোসিয়েটের হয়ে আদালতে নিয়মিত প্র্যাকটিস করেছেন।

আজ ৩ ফেব্রুয়ারি শনিবার মরহুমের নিজ বাড়ি চাঁদপুর সদর উপজেলার উত্তর মৈশাদীতে পারিবারিকভাবে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও কুলখানির আয়োজন করা হয়েছে বলে তার চাচাতো ভাই জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।

অ্যাডঃ মোঃ মিজানুর রহমান বসবাস করতেন চাঁদপুর শহরের স্ট্র্যান্ড রোডস্থ ভাইয়া মঞ্জিলে। তিনি ২১ জানুয়ারি রোববার রাত ১১টায় মারা যান। তিনি ১৯৯৩ সালের ২৬ এপ্রিল চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন এবং মৃত্যুর দিন পর্যন্ত সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক কন্যা সন্তান রেখে যান।

কুলখানিতে অংশগ্রহণ করার জন্যে সকল আইনজীবীর প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক অ্যাডঃ বদরুল আলম চৌধুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়