বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

সরস্বতী পূজা উদযাপনে পৌর কমিটির মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥
সরস্বতী পূজা উদযাপনে পৌর কমিটির মতবিনিময় সভা

আসন্ন সরস্বতী পূজা উদযাপনে চাঁদপুর জেলা শহরের বিভিন্ন পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দসহ সামাজিক, সাংস্কৃতিক ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে চাঁদপুর জেলা শহরের কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে চাঁদপুর পৌর কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ। তিনি আসন্ন সরস্বতী পূজা উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের প্রতি অভিনন্দন জ্ঞাপন ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের কাছে সরস্বতী পূজা অত্যন্ত উৎসাহব্যঞ্জক একটি ধর্মীয় উৎসব, সরস্বতী পূজা শিক্ষার্থীদের হলেও বর্তমান সময়ে সরস্বতী পূজা শিক্ষার্থী থেকে শুরু করে সকল বয়সী মানুষের কাছে প্রিয় উৎসবে পরিণত হয়েছে। চাঁদপুর জেলা শহরেও ব্যাপকভাবে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়, অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। যা চাঁদপুরের ঐতিহ্যবাহী সরস্বতী পূজার শোভাযাত্রা হিসেবে পরিচিতি পেয়ে আসছে। এ বছরও সেই ধারাবাহিকতা রক্ষায় পূজার আয়োজকগণ শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করবেন। অনুরোধ থাকবে পূজাকে কেন্দ্র করে যে সকল আয়োজন থাকবে তাতে যেন এইচএসসি পরীক্ষার্থীদের কোনো অসুবিধা না হয়। আমরা ধর্ম পালন করি বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে। তার যেন ব্যত্যয় না ঘটে, সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। তিনি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে সকলের সহযোগিতা কামনা করেন।

চাঁদপুর শহর শাখার সভাপতি নেপাল সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুমন সরকার জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সহ-সভাপতি পরেশ চন্দ্র মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা, সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, দপ্তর সম্পাদক রনজিৎ সাহা মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক কার্তিক সরকার, সদস্য তমাল কুমার ভৌমিক, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, শহর শাখা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ডাঃ পীযুষ সাহা প্রমুখ।

আগামী ১৪ জানুয়ারি শ্রীশ্রী সরস্বতী পূজা এবং ১৫ জানুয়ারি চাঁদপুর শহরে পূজার বর্ণাঢ্য শোভাযাত্রা সম্পন্নে বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকগণও বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় লোকনাথ সংঘ, উত্তরণ সংঘ, মা সংঘ, প্রভাতী সংঘ, মাতৃ সংঘ, মা চরণ সংঘ, পুস্তক সংঘ, স্বরবীণা সংঘ, মা জননী সংঘ, লোকনাথ সংঘ, ওঁ সংঘ, শিব মন্দির পূজা কমিটি, হরিজন সংঘ, সূর্যমুখী যুবসংঘ, মজুমদার বাড়ি যুবসংঘ, মা কিশোর সংঘ, শ্রীমা পূজারি সংঘসহ জেলা শহরের বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়