শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬  |   ৩৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর শহরের পাঁচ রাস্তার মোড়ে 'আল্লাহু চত্বর'
  •   চাঁদপুর কণ্ঠৈর কলামিস্ট এএসএম শফিকুর রহমানের ইন্তেকাল
  •   নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনাবাহিনী
  •   জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে’ প্রধান উপদেষ্টার ১০০ কোটি টাকার অনুদান
  •   মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

মতলব দক্ষিণে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে কমিউনিটি সভা

সংবাদ বিজ্ঞপ্তি ॥
মতলব দক্ষিণে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে কমিউনিটি সভা

চাঁদপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে গণযোগাযোগ অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’-এর আওতায় ৩১ জানুয়ারি দুপুর ১২টায় মতলব দক্ষিণ উপজেলার চর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিসারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় ভিডিওকলে সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাছিনা আক্তার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম।

সভায় ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুকে মাতৃদুগ্ধ দান, শিশু ও নারীর অধিকার, শিশুর যথাযথ বিকাশ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, জন্ম নিবন্ধন, শিক্ষা, নারীর ক্ষমতায়ন, নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর বিকাশজনিত সচেতনতা, জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি বিষয়ে উদ্বুদ্ধকরণ বক্তব্য প্রদান করা হয়।

কমিউনিটি সভায় প্রায় শতাধিক নারী, শিশু, কিশোর-কিশোরী ও পুরুষ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়