প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
বিজ্ঞান মেলায় তিনটি বিভাগে প্রথম হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবি
হাজীগঞ্জে সম্প্রতি শেষ হলো দুদিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলা। মেলা শেষে ফলাফলে জুনিয়র গ্রুপের প্রত্যেক বিভাগে প্রথম স্থানের স্বীকৃতি অর্জন করে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী দল। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৩৪টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও মাদ্রাসা) শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মেলা শেষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীলসহ অন্য অতিথিবৃন্দের কাছ থেকে পুরস্কার গ্রহণ করে বিজয়ী শিক্ষার্থীরা।
জানা গেছে, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোরশেদ আলমের নেতৃত্বে তার দল বিজ্ঞান প্রজেক্টে অংশগ্রহণ করে প্রথম হয় ও বিজ্ঞান কুইজে মোহাম্মদ মাহিয়ান জিসান চৌধুরী, রুবাইয়াত ফেরদৌস ও মোহাম্মদ নুরুজ্জামান খান প্রথম হয় এবং বিজ্ঞান অলিম্পিয়াডে মোহাম্মদ নুরুজ্জামান খান প্রথম, মোহাম্মদ মাহিয়ান জিসান চৌধুরী তৃতীয় ও রুবাইয়াত ফেরদাউস চতুর্থ স্থান অর্জন করে।
বিজয়ী শিক্ষার্থীরা আগামী দিনে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে। এদিকে বিজ্ঞান মেলায় জুনিয়র গ্রুপের তিনটি বিভাগেই প্রথম স্থান অর্জন করায় বিজয়ী ও মেলায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান অধ্যক্ষ মোঃ আবু ছাইদ। তিনি জেলা পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ের ধারা অব্যাহত রাখতে শিক্ষার্থীদের জন্যে সকলের দোয়া কামনা করেন।