প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁসক বাংলা বিভাগে মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে ২৪ জানুয়ারি বুধবার দুপুর ১২টায় বাংলা বিভাগের আয়োজনে বিভাগীয় শ্রেণিকক্ষে আধুনিক বাংলা কবিতার জনক মাইকেল মধুসূদন দত্তের দ্বিশততম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘কুইজ প্রতিযোগিতা ও সাহিত্য আড্ডা’র আয়োজন করা হয়। বিভাগীয় প্রধান অমর চন্দ্র দাসের সভাপ্রধানে সাহিত্য আড্ডায় আলোচনা করেন মোঃ দিদার আহমেদ, মোঃ ইউনুস মিয়াসহ বিভাগের অন্যান্য শিক্ষার্থী। বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ সাইদুজ্জামানের সঞ্চালনায় এ আড্ডায় আরো অংশ নেন বাংলা বিভাগের প্রভাষক মোঃ রাকিবুর রহমান ও সহকারী অধ্যাপক শরীফ মাহমুদ চিশতী। সকল বক্তাই বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান ও সকলের মধুসূদন পাঠের অপরিহার্যতা তুলে ধরেন। আড্ডা শেষে এবারের বিভাগীয় শিক্ষা সফর মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত জন্মস্থান সাগরদাঁড়ি গ্রামসহ আশপাশের এলাকায় যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সাহিত্য আড্ডার পূর্বে বিভাগের আয়োজনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং আড্ডা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।