প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
খাদেরগাঁও ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণ
মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। ২৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়নের ৪শ’ ৩৫ জন জেলে পরিবারের মাঝে ৪০ কেজি হারে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব মানসী সাহা, প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ প্রধান, ইউপি সদস্য কাউছার প্রধান, আব্দুল মতিন প্রধান, শামীম মিয়াজীসহ অন্যান্য ইউপি সদস্য।