প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০০:০০
চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে নারায়ণপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
চাঁদপুর প্রেসক্লাবের-২০২৪ সালের নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। গত ২৩ জানুয়ারি সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে নবগঠিত কমিটির সভাপতি মোঃ শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শান্তসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।