বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০

চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি কাজী গোলাম মোস্তফার দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি কাজী গোলাম মোস্তফার দাফন সম্পন্ন

চাঁদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কাজী গোলাম মোস্তফা গত ২২ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

মরহুম কাজী গোলাম মোস্তফার জানাজা গতকাল ২৩ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজের বাস্কেটবল মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের জানাজার নামাজ পড়ান ও দোয়া করেন চাঁদপুর সরকারি কলেজ মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ নিজামুল হক।

জানাজার পূর্বে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন গাজী, ’৮০-এর দশকের ছাত্রনেতা মোঃ সফিউল বাশার মুকুল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও চাঁদপুর সরকারি কলেজের জিএস শাহনেওয়াজ।

মরহুমের জানাজা শেষে পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির পরিচালনায় জেলা বিএনপি ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি, জিএস, এজিএসরা মরহুমের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

মরহুমের প্রথম জানাজা নিজ বাসভবন চাঁদপুর শহরের রহমতপুর আবাসিক এলাকা ও তৃতীয় জানাজা বাদ যোহর নিজ গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচণ্ডী কাজী বাড়িতে অনুষ্ঠিত হয় এবং পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

মরহুমের জানাজায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংগঠনিক ও ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়