প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
প্রতিবন্ধীরা উন্নয়নে অবদান রাখছেন
-------সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি
সমাজকল্যাণমন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, প্রতিবন্ধীদের আরও বেশি কর্মসংস্থানের দিকে নজর দেওয়া হচ্ছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আসছে। তারা প্রশিক্ষণ নিয়ে উন্নয়নে অবদান রাখছেন। প্রতিবন্ধীরা আজ আর সমাজের বোঝা নয়।
গাজীপুর মহানগরীর টঙ্গী নতুনবাজার মৈত্রী শিল্প কারখানা প্রাঙ্গণে আয়োজিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে মতবিনিময় সভা এবং উৎপাদন কার্যক্রমের পরিদর্শন অনুষ্ঠানে ২৩ জানুয়ারি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেহদী হাসানের সভাপতিত্বে ও টঙ্গী শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প কারখানার ব্যবস্থাপক মহসিন আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক মো. সেলিম খান প্রমুখ।
মন্ত্রী মৈত্রী শিল্পের মুক্তা ড্রিংকিং ওয়াটার অটোমোশন প্লান্ট, ৮০০ কেভিএ বৈদ্যুতিক সাব-স্টেশন, প্রতিবন্ধীদের কষ্ট লাঘবে কার্গো লিফট স্থাপন, আধুনিক মোল্ড ও মেশিনারিজ স্থাপন, নতুন স্থাপিত ১০০০ ফুট গভীর নলকূপ, বঙ্গবন্ধু কর্নার, মোবাইল মেরামত সেন্টার, ব্রেইল প্রেস ও কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্র ঘুরে দেখেন। এ সময় তিনি ৩৫ জন প্রশিক্ষণার্থীর হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। সূত্র : যুগান্তর।