প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
ফরিদগঞ্জে আই স্পোর্টস উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
জমকালো আয়োজনে ফরিদগঞ্জে শুরু হলো আই স্পোর্টস উন্মুক্ত ক্রিকেট টুর্নামেন্ট। ২২ জানুয়ারি সোমবার ১৬ দলের অংশগ্রহণে শুরু হওয়া টুর্নামেন্টের উদ্বোধন করেন ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল আমিন কাজল।
এদিন বিকেলে ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের সভাপতি জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে ও শামীম হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন গাজী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খাজুরিয়া ক্রীড়া সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, ফরিদগঞ্জ স্পোর্টস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সজীব, ক্রীড়া সংগঠক রাসেল খান, গিয়াসউদ্দিনসহ অন্যরা।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় খাজুরিয়া ক্রিকেট একাদশ বনাম বিক্রয় প্রতিনিধি ক্রিকেট একাদশ। এই ম্যাচে খাজুরিয়া ক্রিকেট একাদশ ৯ উইকেটে জয়লাভ করে।