প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৪, ০০:০০
এইচএসসিতে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি, টাকা পাবেন কত বছর
এইচএসসির ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তির তালিকা প্রকাশ করেছে দেশের শিক্ষাবোর্ডগুলো। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড থেকে মেধা ও সাধারণ বৃত্তিতে মোট ১০ হাজার ৫০০ শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের দুই ক্যাটাগরিতে বৃত্তি পেয়েছেন তিন হাজার ৩০১ জন। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ৪৫৬ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন দুই হাজার ৮৪৫ জন। রোববার (২১ জানুয়ারি) দুপুরে শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
এতে বলা হয়, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের তালিকাভুক্ত শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেওয়া হলো। সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী এ বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে।
মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৮২৫ টাকা ও বছরে এককালীন এক হাজার ৮০০ টাকা করে দেওয়া হবে। তারা বছরে মোট ১১ হাজার ৭০০ টাকা শিক্ষা সহায়তা পাবেন। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৭৫ টাকা এবং বছরে এককালীন ৭৫০ টাকা দেওয়া হবে। তারা বছরে মোট ৫ হাজার ২৫০ টাকা পাবেন। সূত্র : ঢাকা পোস্ট।