প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
বাজুস চাঁদপুর জেলা শাখার অভিষেক
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নব-নির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান গতকাল চাঁদপুর রিসোর্ট এন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় অনুষ্ঠান শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৫টায় শেষ হয়। সাধারণ সম্পাদক মানিক পোদ্দারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি রোটাঃ মোঃ মোস্তফা ফুল মিয়া। নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা বিনয় কৃষ্ণ পাল। অভিষেক অনুষ্ঠানে সাবেক আহ্বায়ক প্রয়াত বাবু লাল কর্মকারকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
শপথবাক্য পাঠ শেষে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাজুস কচুয়া উপজেলা শাখার সভাপতি কিরণ স্বর্ণকার, শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি বিমল কর্মকার, মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি অজিত সরকার, হাইমচর উপজেলা শাখার সভাপতি রিপন স্বর্ণকার, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক। আরও বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মানিক মজুমদার, জয়রাম রায়, অজিত সরকার, সহ-সাধারণ সম্পাদক নজির আহমেদ প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানের সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।