বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

মতলব দক্ষিণে শীতার্তদের মাঝে অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মুহাম্মদ আরিফ বিল্লাহ ॥
মতলব দক্ষিণে শীতার্তদের মাঝে অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

মতলব দক্ষিণে সামাজিক সংগঠন ‘অনির্বাণ সমাজকল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে এতিম ও অসচ্ছল মাদ্রাসা শিক্ষার্থী, রিকশাচালক ও ছিন্নমূল পথচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

চলতি শীতে তিনটি ধাপে পর্যায়ক্রমে ঢাকার মিরপুর-১২ নাম্বার এলাকার দারুল রাশাদ মাদ্রাসা ও এতিমখানা, মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভার কালিকাপুর, গোবিন্দপুর, সারপাড়, বাড়ৈগাঁও, নারায়ণপুর বাজারের রিকশাচালক, একই অঞ্চলের ৬টি ও কুমিল্লা জেলার ১টিসহ মোট ৭টি মাদ্রাসা ও এতিমখানার ছাত্র, ছিন্নমূল পথচারী (নারী ও শিশু), অসচ্ছল পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ এবং রিকশা চালকদের মাঝে জ্যাকেট বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও কার্যনির্বাহী পরিষদের সদস্য ইব্রাহিম পাটোয়ারী, রবিউল ইসলাম রবি, কাউছার আলম পান্না, দক্ষিণ পূর্ব-এশিয়া শাখার সাধারণ সম্পাদক সজিব প্রধান, কার্যকরী কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াকুব হোসেন, সহ-সভাপতি সুজন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক রমিজ পাটোয়ারী, কাইয়ুম রানা, অর্থ সম্পাদক পারভেজ মারুফ, সহ-অর্থ সম্পাদক জিসান প্রধান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইব্রাহীম মুহাম্মদ ও দপ্তর সম্পাদক নুর মোহাম্মদ মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফাউন্ডেশনের সভাপতি শাহিন হোসেন জানান, মানুষ মানুষের জন্যে। দরিদ্র অসহায় মানুষরাও দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব, সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়, নৈতিক দায়িত্ব। তাই প্রতি বছরের ন্যায় এবছরও আমরা ৩টি ধাপে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়