প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০
পুরাণবাজার গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে হিন্দু কর্মচারীবৃন্দের হরিনাম কীর্তন সম্পন্ন
কলিহত জীবের দুঃখ মোচন ও বিশ্ব শান্তিকল্পে, দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রতিবছরের ন্যায় এ বছরও চাঁদপুর পুরাণবাজার হিন্দু কর্মচারীবৃন্দের আয়োজনে ২৪ প্রহরব্যাপী হরিনাম যজ্ঞানুষ্ঠান সম্পন্ন হয়েছে।
পুরাণবাজার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রাণকেন্দ্র বাতাসা পট্টিতে স্থাপিত শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দিরে ব্যাপক ভক্ত সমাবেশের মধ্য দিয়ে গত ৬ ও ৭ জানুয়ারি সন্ধ্যায় অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ, ৮ জানুয়ারি লীলা কীর্তন, ৯ জানুয়ারি রাত ৮টায় অনুষ্ঠিত হয় হরিনাম মহাযজ্ঞের গঙ্গা আহ্বান, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস কীর্ত্তন। ১০, ১১ ও ১২ জানুয়ারি অনুষ্ঠিত হয় অহরাত্র হরিনাম কীর্তন। গতকাল ১২ জানুয়ারি কীর্তন চলাকালীন মহোৎসবের মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহোৎসবের প্রস্তুতি পর্বে মন্দিরের পুরোহিত অনিক গোস্বামী ও দুলাল গোস্বামী ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করেন।
এ সময় হিন্দু মহাজন ও কর্মচারীবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন শেখর পাল, মানিক সাহা, গোপাল সাহা, দুলাল রায়, সুখান্ত সাহা টিটু, বিপ্লব সাহা, গিরীধারী সাহা, দিলিপ দেবনাথ, শম্ভু বণিক, বিশু বণিক, বাদল পোদ্দার, লক্ষ্মীকান্ত সাহা, গনেশ সাহা, দ্বীপক সাহা, কাজল সাহা, অনু সাহা, বিনু সাহাসহ ভক্তবৃন্দ।
আজ ১৩ জানুয়ারি শনিবার সূর্যোদয়ে কুঞ্জ ভঙ্গ, নগর কীর্তন, দধিভা- ভঞ্জন এবং শান্তিবারি ব্রজধুলী গ্রহণের মধ্য দিয়ে শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের সমাপ্তি ঘটবে। অনুষ্ঠান চলাকালীন দিন ও রাতে ভক্তদের মহাপ্রসাদে আপ্যায়িত করা হয়। ভক্তদের প্রসাদ গ্রহণের ব্যবস্থাও ছিলো লক্ষণীয়। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত পরেশ সাহার ছেলে শিমুল সাহার বিশাল গোডাউনে চেয়ার-টেবিলে বসিয়ে ভক্তদের মাঝে প্রসাদ পরিবেশন করা হয়, যা সচরাচর পরিলক্ষিত হয় না। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল হরিনাম কীর্ত্তন পরিবেশন করে।