বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জ উপজেলা পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সংগঠনের শীতবস্ত্র বিতরণ

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে ব্যবসায়ীদের এমন উদ্যোগ প্রসংশনীয়

-------------ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ

শামীম হাসান ॥
শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে ব্যবসায়ীদের এমন উদ্যোগ প্রসংশনীয়

সমাজের অনেকেরই অর্থ থাকলেও অপরকে সাহায্য করার মানসিকতা থাকে না। শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে ব্যবসায়ীদের এমন উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়। ২৭ ডিসেম্বর বুধবার বিকেলে সিটি মার্কেটের ২য় তলায় ফরিদগঞ্জ উপজেলা পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সংগঠনের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে কথাগুলো বলেন ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান আরজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমামুল হক সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাবেক সভাপতি কামরুজ্জামান, নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ফারুকুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা পরিবেশক ব্যবসায়ী কল্যাণ সংগঠনের উপদেষ্টা প্রফেসর জসিম উদ্দিন, মোঃ আমীর হোসেন, মোঃ ইয়াসিন পাটওয়ারী, সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হাসান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুল পাঠান, সাইফুল ইসলাম, সদস্য ওয়ালী উল্লাহ, আলাউদ্দিন পলাশসহ ফরিদগঞ্জ বাজারের ব্যবসায়ীবৃন্দ।

শীতার্ত অসহায় ও দুঃস্থদের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন কোম্পানির ৪০০ জন ডিস্ট্রিবিউটর ও গাড়ি চালক এবং নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়