প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
চাঁদপুর-৫ : প্রচারণার সময় ট্রাক প্রতীকের গাড়িকে জরিমানা
চাঁদপুর-৫ আসনের শাহরাস্তি উপজেলায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ সফিকুল আলম ফিরোজের প্রচার গাড়িকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
২৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার মেহার কালীবাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, নির্বাচনী প্রচারণার সময় ট্রাক প্রতীকের প্রচারে ব্যবহৃত ইঞ্জিনচালিত অটোরিকশার চার পাশে লেমিনেটিং করা পোস্টার ঝুলিয়ে মাইকিং করানো হয়। আচরণবিধি লঙ্ঘনের দায়ে ট্রাক প্রতীকের মাইকিং করা তৌহিদুল ইসলামকে জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা ২০০৮ (৭) (১)-এর গ ধারায় ট্রাক প্রতীককে নগদ এক হাজার টাকা অর্থদণ্ড আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স। সূত্র : ঢাকা মেইল।