প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০
কচুয়ায় ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কচুয়ায় ৩ দিনব্যাপী উপজেলা কৃষি উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মাঠে ফিতা কেটে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজাহান শিশির।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মেজবাহ উদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া ও মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন সিকদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দার। এ বছর মেলা বিভিন্ন ফলদ গাছ, কৃষি যন্ত্রাংশ, কীটনাশক, সার ও সবজির ১৪টি স্টল স্থান পেয়েছে।