শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

মতলব বাজারের মিনিস্টার মাইওয়ান শো-রুম স্থানান্তর

রেদওয়ান আহমেদ জাকির ॥
মতলব বাজারের মিনিস্টার মাইওয়ান শো-রুম স্থানান্তর

মতলব বাজারের মিনিস্টার মাইওয়ান শো-রুমের স্থানান্তর উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। গত ১৮ ডিসেম্বর বিকেল ৫টায় কলেজ রোডস্থ মিনিস্টার মাইওয়ান শো-রুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইনভেস্টর এসএম সেলিম।

প্রধান অতিথির বক্তব্য রাখেন মিনিস্টার গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ সামছুদ্দোহা শিমুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল কালাম আজাদ, মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি গোলাম সারওয়ার ফরিদি, মিনিস্টার গ্রুপের ডিরেক্টর (শো-রুম ডিভিশন) মাহবুবুর রহমান, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার সভাপতি মাকসুদুল হক বাবলু, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মিজানুর রহমান খান, মতলব কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল। অনুষ্ঠানটি পরিচালনা করেন মতলব বাজারের ব্যবসায়ী নিপু। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোওয়াত করেন হাইস্কুল জামে মসজিদের মোয়াজ্জিন বিল্লাল হোসেন।

পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি গোলাম সারওয়ার ফরিদি। এ সময় মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, সুধীজন, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ শো-রুমটি মতলব বাজারের অগ্রণী ব্যাংক রোড থেকে কলেজ রোডে স্থানান্তরিত হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়