শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৩, ০০:০০

শাহতলী জিলানী চিশতী কলেজে মহান বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার ॥
শাহতলী জিলানী চিশতী কলেজে মহান বিজয় দিবস উদযাপন

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ডিসেম্বর সকাল ১১টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কলেজ গভর্নিং বডির সদস্য আবুল কালাম আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের সহকারী অধ্যাপক মোঃ গোলাম সারওয়ার, মোঃ কামরুল হাসান, মোঃ হানিফ মিয়া, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোহসিন উদ্দিন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোসাঃ রুবিনা আক্তার, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবির প্রধান শিক্ষিকা মোসাঃ তহমিনা আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, জিলানী চিশতী কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম খান মুরাদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপঙ্কর দে, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দিদার হোসেন মিজি, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আফরিন আক্তার, একাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া আক্তার শাম্মী।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের সিনিয়র প্রভাষক মিসেস নুরুন্নাহার বেগম মুক্তা, প্রভাষক মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ মাহবুবুর রহমান, ফরিদা ইয়াছমিন, সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, রাবেয়া আক্তার, মোঃ লুৎফুর রহমান, বিপুল চন্দ্র নন্দী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মেহেরুন্নেছা, মোঃ ইদ্রিস আলী, মাওলানা আব্দুল মান্নান, মোঃ নেছার আহমেদ খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, জিলানী চিশতী কলেজের শরীরচর্চা শিক্ষক হালিমা আক্তার, জিলানী চিশতী উবির সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ রবিউল আউয়াল খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামীমা সুলতানা, নাজিয়া মাহবুব, শাহিন সুলতানা, মোঃ কবির হোসেন চৌধুরী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা আক্তার, মোঃ নজরুল ইসলাম মিজি, রুকাইয়া খাতুন, তানজিনা খানম, তানিয়া আক্তার, মোঃ ইয়াছিন খান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মোঃ মোস্তফা কামাল, জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মোঃ রানা সরকার, অফিস সহকারী মোঃ মেহেদী হাসান, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবির অফিস সহকারি মাওলানা মামুন হোসাইন সহ অন্যান্যরা।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মোঃ হারুন-অর রশিদ। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়