প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৩, ০০:০০
সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সনাক-এসিজির অ্যাডভোকেসি সভা
চাঁদপুর সদর উপজেলা ভূমি কর্তৃপক্ষের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ ডিসেম্বর রোববার বিকেল ৩টায় সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ। সভাপতিত্ব করেন সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।
সভায় ভূমিসেবা সহজীকরণ ও ভূমি সম্পর্কে সচেতনতার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া আগামী ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার সদর উপজেলার রামপুর ইউনিয়নে সনাক-টিআইবির আয়োজনে অনুষ্ঠিতব্য গণশুনানি সম্পর্কে আলোচনা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্যাহ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে সচেতন করতে গণশুনানির গুরুত্ব অনেক। এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে সাধারণ মানুষজন ভূমি বিষয়ক আইন-কানুনসহ হয়রানি মুক্ত ভূমি সেবা পাওয়ার উপায়গুলো সম্পর্কে জানতে পারেন। তিনি বলেন, সনাকের অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এখন প্রান্তিক পর্যায়ে বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতার ভিত্তিতে কাজ করছে। আশা করছি তারা উপজেলা ভূমি অফিসের সেবার মানোন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারবে।
সভায় উপস্থিত ছিলেন সনাক সদস্য অ্যাডঃ পলাশ মজুমদার, সদর উপজেলা ভূমি অফিসকেন্দ্রিক এসিজির সমন্বয়ক উজ্জ্বল হোসাইন, সহ-সমন্বয়ক অভিজিত রায় ও ফাতেমা আক্তার, সদস্য রাজিব দাস, সাইফুল ইসলাম আকাশ, ইয়েস দলনেতা নাঈমা ফেরদৌসীসহ ইয়েস গ্রুপ ও টিআইবির কর্মীবৃন্দ।