প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২২:৪৫
ফরিদগঞ্জে নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ
ফরিদগঞ্জ ব্যুরো
ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার
(২৮ ডিসেম্বর ২০২৪) সকালে বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক মো. শাখাওয়াত হোসেন মিন্টুর সভাপতিত্বে ও পরিচালক মাওলানা মুজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. নুরুন্নবী নোমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, বিশিষ্টজন অ্যাড. আব্দুর রহমান, বিদ্যালয়ের পরিচালক জুয়েল গাজী, শিক্ষানুরাগী নাজির আহমেদ, হুমায়ুন পাটওয়ারী, মো. সোহেল হোসেন ও বেলায়েত হোসেন। এছাড়া বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবা বিশ্বাস, ফাতেমা আক্তার, রাসেদুল ইসলাম, ক্বারী মো. ইয়াছিন পাটওয়ারী, আলিমা আক্তার স্মৃতি, হাফেজ কাউছার আহমেদ ও হাফেজ নাইমুল ইসলাম বক্তব্য রাখেন।