বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   কচুয়ায় ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ
  •   ভারত-মিয়ানমার থেকে ৮৯৮ কোটি টাকার চাল কিনবে সরকার
  •   মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
  •   মশার উপদ্রবে চাঁদপুর পৌরবাসী ॥ বাড়ছে ডেঙ্গু রোগী
  •   শাহরাস্তিতে সিএনজি অটোরিকশা মালিক ও চালকদের সাথে পুলিশের মতবিনিময়

প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০

জব্বার পাটওয়ারী স্মরণে শোক সভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার পাটওয়ারীর স্মরণে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে শোকসভা ও মিলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। ২৫জুন শুক্রবার বাদ আসর চান্দ্রা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটওয়ারীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জসিম উদ্দিন মিয়াজীর সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন চান্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল বাশার খন্দকার, তাফাজ্জল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুট চৌধুরী, খালেকুজ্জামান রনি, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক শেখ মোঃ আলমগীর হোসেন, সদস্য জাহিদ হাসান টিটু, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতাউর রহমান রাজু পাটোয়ারী প্রমুখ। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৯টি ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটোয়ারী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়