প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০
আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী জালাল আহমেদ সিআইপি সমর্থক গোষ্ঠীর আয়োজনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার বড়ালি গ্রামে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা আলী আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালাল আহমেদ সিআইপির ছোটভাই ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু। যুবলীগ নেতা ইসমাইল হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন আখন্দ, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফ্ফার সজিব, যুবলীগ নেতা মিথুন পাটোয়ারী ও ইউপি সদস্য নান্টু।
উপস্থিত ছিলেন যুবলীগ নেতা তুহিন পাটোয়ারী, স্বপন পাটোয়ারী, সোহেল হোসেন, জহির হোসেন, ছাত্রলীগ নেতা আব্দুল করিম বিপ্লব, জয় আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা-কর্মীরা। আলোচনা সভা শেষে কেক কাটা এবং পরে বৃক্ষরোপণ করা হয়।