রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ০০:০০

বড়কুল পশ্চিম ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি গঠন
কামরুজ্জামান টুটুল ॥

হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়ন শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ১৮ নভেম্বর শনিবার বিকেলে স্থানীয় রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আনোয়ার হোসেন বতু।

অনুষ্ঠানের প্রথম অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন নাটেহরা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোঃ হেলাল উদ্দিন। জাতীয় সংগীত পরিবেশন এবং দলীয় পতাকা উত্তোলন ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রানা।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা সত্যব্রত ভদ্র মিঠুন, সাবেক যুবনেতা সোহাগ আহমেদ মাইনু। প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শুকুর আলম গাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন সাগর, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন আবু ও অধ্যাপক মোঃ শামছুদ্দিন, যুবনেতা আকতার হোসেন বাবু প্রমুখ।

ইউনিয়ন শ্রমিক লীগের আহ্বায়ক অবসরপ্রাপ্ত অনারারি ক্যাপ্টেন সফিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক লোটাস মোঃ দেলোয়ার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মজিবুর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক শেখ মনির হোসেন, সহ-শিক্ষা, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মজিবুর রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং উপজেলা ও ইউনিয়ন শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপর ইউনিয়ন কাউন্সিলরদের নিয়ে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রানার সভাপতিত্বে ইউনিয়ন শ্রমিক লীগের কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব ও সমর্থনের আহ্বান জানান শুকুর আলম গাজী। এ সময় প্রস্তাব ও সমর্থনে সভাপতি পদে অব. অনারারি ক্যাপ্টেন সফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলম নির্বাচিত হন।

এ দিকে দ্বি-বার্ষিক কাউন্সিল শেষে রামচন্দ্রপুর বাজারে ফিতা কেটে ইউনিয়ন শ্রমিক লীগের কার্যালয় উদ্বোধন করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন রানা ও সাধারণ সম্পাদক শুকুর আলম গাজীসহ উপজেলা নেতৃবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে ইউনিয়ন আওয়ামী লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়