শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৯:৫৬

আহত যুবদল নেতা রিপন মালের শয্যাপাশে জেলা বিএনপি নেতা হাজী মোশারফ

অনলাইন ডেস্ক
আহত যুবদল নেতা রিপন মালের শয্যাপাশে জেলা বিএনপি নেতা হাজী মোশারফ
আড়াই শ' শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন পৌর যুবদল নেতা রিপন মালকে দেখতে তার শয্যাপাশে শারীরিক অবস্থা এবং চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোশারফ হোসেন

গুরুতর আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চাঁদপুর পৌর ৭নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মোঃ রিপন মালকে দেখতে গিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মোশারফ হোসেন। বুধবার সন্ধ্যায় হাসপাতালের অপারেশন থিয়েটারে রিপন মালকে দেখতে যান তিনি। এ সময় তিনি তার শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করে শারীরিক এবং চিকিৎসার খোঁজখবর নেন। হাজী মোশারফ হোসেন সাংবাদিকদের জানান, দলের নেতা-কর্মীদের প্রতি ভালোবাসা এবং মানবিক কারণে তিনি এখানে ছুটে এসেছেন। যেহেতু চাঁদপুরের মাটিতে তাঁর জন্ম। দলীয় নেতা-কর্মী বা সাধারণ মানুষের সেবায় তিনি সাধ্য ও সামর্থ্য অনুযায়ী সবসময় পাশে আছেন এবং থাকছেন। তার সহযোগিতা সামান্য হলেও ভালোবাসা এবং এর গভীরতা অনেক বেশি। সব সময় তিনি দলের নেতা-কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা দিয়ে কাজ করে যাবেন বলে জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ইউসুফ আলী, জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মুহম্মদ মোজাম্মেল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মাসুদ আকন্দ, মোস্তফা মাঝি, ওয়ার্ড বিএনপি নেতা সেলিম মিজি প্রমুখ। উল্লেখ্য, যুবদল নেতা রিপন মাল নিজ বাসভবনের বাথরুমে পড়ে গিয়ে মারাত্মক আহত হন। তার বাম পায়ের গোড়ালির রগ কেটে গেছে। বুধবার তার সফল অস্ত্রোপচার হয়েছে। বর্তমানে তিনি আড়াই শ' শয্যার চাঁদপুর জেনারেল হাসপাতালের ওটি ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের পর্যবেক্ষণ রয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়