শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ২১:১৯

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আদালত প্রাঙ্গণে কলেজ শিক্ষক লাঞ্ছিত

নিজস্ব প্রতিনিধি ॥
আদালত প্রাঙ্গণে কলেজ শিক্ষক লাঞ্ছিত
কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের বিক্ষোভ।

কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কলেজে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আয়োজনে চাঁদপুর আদালত প্রাঙ্গণে সোমবার ওই কলেজের অধ্যাপক মাছুম বিল্লাহর উপর হামলা ও অধ্যক্ষকে লাঞ্ছিত করার ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তাগণ আদালত প্রাঙ্গণে হামলাকারী ও দোষীদের অচিরেই গ্রেফতার, ঘটনার সাথে সম্পৃক্ত আইনজীবীদের সনদ বাতিল ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাজলী বলেন, দীর্ঘদিন ধরে উপজেলা সদর দক্ষিণ ইউনিয়নের তুলপাই গ্রামের মৃত মৌলভি ফজলুর রহমানের ছেলে হাফেজ আহমেদ গংয়ের সাথে কলেজের তুলপাই মৌজার ২.৪৬ একর সম্পত্তি নিয়ে চাঁদপুরের সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান। সোমবার মামলার শুনানি শেষে বাদীর আইনজীবী আজহারুল ইসলামের সহকারী অ্যাডঃ শামিম, ইয়াছিনসহ ৪/৫ জন মিলে অতর্কিতভাবে আদালতের বারান্দায় আমাদের উপর হামলা চালায়। যা অমানবিক ও আদালত অবমাননার শামিল। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়