বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪  |   ২৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে তাল গাছ থেকে পড়ে আহত যুবকের মৃত্যু
  •   অ্যাডভোকেট নাসির উদ্দিন চৌধুরী মারা গেছেন
  •   ছেলের মামলা-হামলায় বাড়িছাড়া বৃদ্ধা মা
  •   মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন
  •   মতলবে ১০ কেজি গাঁজাসহ আটক ৩

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ২২:৩৭

সনাক নেতৃত্ব নির্বাচিত

সংবাদ বিজ্ঞপ্তি ॥
সনাক নেতৃত্ব নির্বাচিত

সনাকের দুর্নীতিবিরোধী কার্যক্রমগুলোকে সুষ্ঠু, সৃশৃঙ্খল ও সুন্দরভাবে পরিচালনার জন্য ১২ নভেম্বর ২০২৪ মঙ্গলবার সনাকের মাসিক সাধারণ সভায় সরাসরি ব্যালটের মাধ্যমে সভাপতি হিসেবে মোঃ আলমগীর পাটওয়ারী এবং সহ-সভাপতি (নারী) জেসমিন আক্তার (জেসী) ও সহ-সভাপতি (পুরুষ) অ্যাড. পলাশ মজুমদার নির্বাচিত হয়েছেন। এ কমিটি আগামী এক বছর (২৮ নভেম্বর ২০২৪-২৭ নভেম্বর ২০২৫) পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এ সময় প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সনাক-চাঁদপুরের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত।

উল্লেখ্য, সচেতন নাগরিক কমিটি (সনাক) বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের একটি স্বেচ্ছাসেবী প্লাটফর্ম, যা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত। টিআইবি অংশগ্রহণমূলক দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনের উদ্দেশ্যে সারাদেশে সচেতন নাগরিকবৃন্দকে নিয়ে কমিটি গঠনের মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে তুলেছে। যার নাম হচ্ছে সচেতন নাগরিক কমিটি (সনাক)। ২০০৫ সালের ২৫ ডিসেম্বর সনাক-চাঁদপুর গঠন করা হয়।

সনাক-চাঁদপুর নিজস্ব কর্মকৌশলের আলোকে দুর্নীতি প্রতিরোধে স্থানীয় পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে এবং ওয়াচডগ গ্রুপ হিসেবে সমাজের ইতিবাচক পরিবর্তনে অনুঘটের ভূমিকা পালন করছে। জনগণের মধ্যে দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠার ব্যাপক চাহিদা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে সচেতনতামূলক কর্মসূচি পালন করে যাচ্ছে সনাক-চাঁদপুর। পাশাপাশি সনাক চাঁদপুর স্থানীয় পর্যায়ে বিভিন্ন সেবামূলক খাত যেমন : শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভূমি প্রশাসন, পরিবেশ ও নির্মাণসহ ইত্যাদি বিষয়ে সেবার মান, অব্যবস্থাপনা ও দুর্নীতির স্বরূপ উদঘাটনসহ সমস্যাসমূহ দূরীকরণে সুপারিশ সম্বলিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সচেতন নাগরিক কমিটি (সনাক) এছাড়াও দুর্নীতিবিরোধী আন্দোলনকে সামাজিক আন্দোলনে আরও জোরদার করার লক্ষ্যে সরকারি বে-সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি হ্রাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি, সেবার মানোন্নয়ন, সুবিধাবঞ্চিত নারী-পুরুষের অংশগ্রহণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়