বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৯:৪৯

এসিজি ও ইয়েস সদস্যদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও প্যাক্টঅ্যাপ বিষয়ক ওরিয়েন্টশন সম্পন্ন

সংবাদ বিজ্ঞপ্তি ॥
এসিজি ও ইয়েস সদস্যদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও প্যাক্টঅ্যাপ বিষয়ক ওরিয়েন্টশন সম্পন্ন
সনাক চাঁদপুরের এসিজি ও ইয়েস সদস্যদের প্যাক্টঅ্যাপ এবং দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক ওরিয়েন্টশনে বক্তব্য রাখেন সনাকের সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত।

সনাক চাঁদপুরের অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও ইয়েস সদস্যদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন এবং প্যাক্টঅ্যাপ বিষয়ক ওরিয়েন্টশন দিনব্যাপী সনাক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসীর সভাপতিত্বে ও এরিয়া কো-অর্ডিনেটর মোঃ মাসুদ রানার সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে ছিলেন টিআইবির ক্লাস্টার কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দীন। ওরিয়েন্টশনে ৫০ জন ইয়েস ও এসিজি সদস্য অংশগ্রহণ করেন।

সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত বলেন, সনাক-চাঁদপুর শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও পরিবেশখাতের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধিতে কাজ করছে। আমরা আশা করছি, আপনাদের মাধ্যমে সনাকের দুর্নীতিবিরোধী আন্দোলন আরও বেশি বেগবান হবে। সমাজের উন্নয়নে সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও ব্যভিচার দূর করার জন্য আমরা দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন করে যাচ্ছি। সনাক-টিআইবি সবসময় দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার।

তিনি আরও বলেন, প্রশিক্ষণে বাড়ায় দক্ষতা ও চর্চায় বাড়ায় সফলতা। তাই যে কোনো প্রশিক্ষণ আমাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করবে। শুধু প্রশিক্ষণ গ্রহণ করলেই হবে না প্রশিক্ষণে শিক্ষণীয় বিষয়গুলো চর্চাও করতে হবে। সনাক-টিআইবি নিঃস্বার্থভাবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আমাদেরকে সবসময় নিজের আয়নায় নিজেকে দেখতে হবে। আমরা যখন সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি নিজের মধ্য থেকে দূর করতে পারবো তখনই দুর্নীতিবিরোধী আন্দোলনে সফল হতে পারবো। আপনারা আজ সারাদিন নিজেদের দক্ষতা বৃদ্ধিতে যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন আমরা আশা করছি ব্যক্তিজীবন থেকে শুরু করে সামাজিকভাবে তা কাজে লাগাতে পারবেন। আমাদের প্রত্যাশা সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বেগবান করতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধির জন্য সনাক-টিআইবি কাক্সিক্ষত লক্ষ্যে পৌছাতে পারবে। এছাড়া তিনি সভার শেষে উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান।

সভাপতির বক্তব্যে সনাকের সহ-সভাপতি জেসমিন আক্তার জেসী বলেন, আমরা আমাদের ব্যক্তিজীবনে নিজেকে দুর্নীতিমুক্ত রাখবো। তাহলেই অপরকে দুর্নীতি থেকে মুক্ত থাকার জন্য পরামর্শ দিতে পারবো। তিনি ধৈর্য্য সহকারে প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানান। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন সনাকের সাবেক সভাপতি মো. আব্দুল মালেক। মৈশাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রিক এসিজি গ্রুপের সদস্য মো. মাহফুজ উল্যাহ ফাহিম ও জিনাত ফারহানা।

টিআইবি’র ক্লাস্টার কো-অর্ডিনেটর-মো. জসিম উদ্দিন পাওয়ার পয়েন্ট উপস্থাপনের মাধ্যমে অংশগ্রহণকারীগণকে ওরিয়েন্টেশনের লক্ষ্য ও উদ্দেশ্য, টিআই, টিআইবি ও স্বেচ্ছাসেবী, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন, এসিজি কী ও তাদের কর্মকৌশল, আর্থিক ব্যবস্থাপনা, এসিজির মূল্যবোধ ও আচরণবিধি সম্পর্কে ধারণা প্রদান করেন। তিনি অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, এসিজির লক্ষ্য হলো স্থানীয় জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবাগ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূল পর্যায়ের সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সেবার মানোন্নয়ন করা। দুর্নীতি একার পক্ষে দূর করা সম্ভব নয় দরকার সকলের সমন্বিত উদ্যোগ।

দুর্নীতি প্রতিরোধে আমাদের করণীয় সম্পর্কে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে আমাদের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। সেই সাথে দুর্নীতির জন্য দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা, প্রাতিষ্ঠানিক নীতি কাঠামো শক্তিশালীকরণ, নাগরিক সচেতনতা ও দুর্নীতিবিরোধী চাহিদা তৈরি এবং সমস্বিত উদ্যোগ খুবই প্রয়োজন। ওরিয়েন্টশনে সনাকের প্রতিষ্ঠানভিত্তিক ১০টি এসিজি গ্রুপের সদস্যবৃন্দ ও ইয়েসের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। তিনি ওরিয়েন্টশনে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়