প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০০:০০
মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুর ও আন্তর্জাতিক দাতা সংস্থা অরবিস ইন্টারন্যাশনাল, আমেরিকার সহযোগিতায় Global Diabetes Walk শিরোনামে ও Taking Steps to Prevent Diabetes প্রতিপাদ্যকে ধারণ করে মাজহহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে সারিবদ্ধ পদযাত্রার মাধ্যমে দিবসটি পালিত হয়েছে। র্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে ইলিশ চত্ত্বর হয়ে পুনরায় হাসপাতাল পদক্ষিণ করে। যাতে শোভা পেয়েছে দিবসটির প্রতিপাদ্য সন্নিবেশিত পোস্টার ও দৃষ্টিনন্দন টি-শার্ট। বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধি, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সমন্বয়ে র্যালিটি উৎসবমুখর হয়ে উঠে।
দিবসটি উপলক্ষে মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুরে বিনামূল্যে ডায়াবেটিক পরীক্ষা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি পরীক্ষা ও ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদাণ করা হয়। ডায়াবেটিক রেটিনোপ্যাথি রোগের কারণ, ভয়াবহতা ও প্রতিকার সম্পর্কে হাসপাতালে আগত রোগীদের তাৎক্ষণিক গ্রুপ ভিত্তিক ধারণা ও পরামর্শ দেয়া হয়।