প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০
সম্প্রতি ফরিদগঞ্জসহ চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখাগুলোতে টাকা চুরির ঘটনা ঘটছে। এই চুরির ঘটনা রোধ করতে এবং এজেন্ট ব্যাংক শাখার নিরাপত্তা নিশ্চিত করতে গতকাল শুক্রবার ফরিদগঞ্জ থানা পুলিশ এজেন্ট ব্যাংক সমূহের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন।
সকালে থানায় স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত সভায় জানানো হয়, ফরিদগঞ্জ উপজেলায় এ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের ৪০টি এজেন্ট শাখার তথ্য রয়েছে। যেহেতু ব্যাংকগুলো অর্থ লেনেদন করে তাই তাদের নিজেদের অর্থ ও ব্যাংকের নিরাপত্তা আরো জোরদার করতে হবে। সেজন্যে প্রতিটি ব্যাংকে সিসি ক্যামেরা, ডিবিআর-এর আলাদা ব্যাকআপ, নগদ অর্থ জমা না রাখা, অফিস রুমে রাতে পাহারার ব্যবস্থাসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে এজেন্ট ব্যাংকিংগুলোর শাখায় চুরির ঘটনা ঘটছে। এজেন্ট ব্যাংকিং শাখা সমূহে আরো নিরাপত্তা বাড়নোর জন্যে এই পদক্ষেপ।
উল্লেখ্য, কিছুদিন পূর্বে ফরিদগঞ্জ উপজেলাধীন হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ফকিরবাজারে অবস্থিত ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখায় চুরির ঘটনা ঘটে। যদিও পুলিশ তিনদিনের মধ্যে অনুসন্ধান চালিয়ে সেই টাকার হদিস পায় এবং উদ্ধার করে।