প্রকাশ : ২৬ জুন ২০২১, ০০:০০
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বড়ভাই বিশিষ্ট চিকিৎসক ডাঃ জেআর ওয়াদুদ টিপু এবং শিক্ষামন্ত্রীর স্বামী সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী তৌফিক নাওয়াজের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেছেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী এবিএম রেজওয়ান। তিনি গতকাল ২৫ জুন শুক্রবার বাদ জুমা চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের আলগী পাঁচগাঁও পোলেরগোড়া জামে মসজিদে এই বিশেষ দোয়ার আয়োজন করেন। ডাঃ জেআর ওয়াদুদ টিপু গত কয়েকদিন যাবত ও তৌফিক নাওয়াজ দীর্ঘদিন যাবত অসুস্থ রয়েছেন। এই দুইজনের পাশাপাশি দেশরত্ন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি কামনার পাশাপাশি এলাকার অসুস্থ নেতা-কর্মীদের সুস্থতা কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ছোটসুন্দর আল আমিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবুল ফারাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সেকান্তর খান, দপ্তর সম্পাদক সেলিম মজুমদার, সহ-দপ্তর সম্পাদক শাহপরান তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক আবু তাহের শেখ, শ্রম বিষয়ক সম্পাদক কাশিম বেপারী, সহ-প্রচার সম্পাদক কুদ্দুছ খলিফা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মামুন পাটওয়ারী, সদস্য জাকির হোসেন ঢালী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি আহসান হাবীব পাটওয়ারী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম তালুকদার, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন হাজী, ইউনিয়ন যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শরীফ তপাদার, ইউনিয়ন যুবলীগ নেতা মাহাবুব হাসান, দেলোয়ার হোসেন, বিল্লাল খান, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি দাইম খান, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মজুমদার, ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর পাটওয়ারী, নজরুল ইসলাম, রাব্বি পাঠান, মনির হোসেন, রহমান মীর প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের খতিব ক্বারী ওমর ফারুক। এলাকার মুসল্লিসহ সুধীজন দোয়ায় অংশগ্রহণ করেন।