প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০০:০০
![কক্সবাজারের সাথে ড্র করেছে চাঁদপুর জেলা ফুটবল দল](/assets/news_photos/2023/10/27/image-39888.jpg)
নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে শেখ রাসেল বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চাঁদপুরের দলটি প্রথম খেলায় ড্র করেছে। নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বৃহস্পতিবারের ম্যাচে অংশ নেয় চাঁদপুর ও কক্সবাজার জেলা ফুটবল দল। খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে বলে দলের কোচ এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁদপুরের দলটি কাল একই ভেন্যুতে মুখোমুখি হবে ফেনী জেলার সাথে।
একই ভেন্যুতে রাত পোহালেই পরের দিন অর্থাৎ ২৮ অক্টোবর শনিবার চাঁদপুরের দলটি খেলবে শক্তিশালী ফেনী জেলার সাথে। অর্থের অভাবেই হয়তো খেলোয়াড়দের নির্দিষ্ট ভেন্যু এলাকায় একদিনের বিশ্রাম না দিয়েই খেলা শেষ হওয়ার সাথে সাথেই বাসে করে চাঁদপুর চলে আসতে হয়েছে। আজ ২৭ অক্টোবর শুক্রবার খেলোয়াড়রা নিজ বাড়িতে থাকার পর ম্যাচের দিন শনিবার ভোরে আবার রওয়ানা করতে হবে নোয়াখালীর উদ্দেশ্যে। অর্থা খেলোয়াড়রা কোনো বিশ্রামের সুযোগ না পেয়েই ক্লান্তিহীন অবস্থায় মাঠে নামতে হবে শনিবারের ম্যাচে। আর খেলা শেষে শূন্য হাতেই হয়তো চাঁদপুরের দলটিকে বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে।
জেলা দলের কোচের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান, খেলার প্রথমার্ধে চাঁদপুর দল ১ গোল করে এগিয়ে থাকে। খেলা শেষ হওয়ার কয়েক মিনিট আগে কক্সবাজার সেই গোলটি পরিশোধ করে খেলায় সমতা আনে।
চাঁদপুর দলের খেলোয়াড় হলেন : রেহমান শাওন, জহির, সিমরান, ইয়াসিন, উদয়, ইয়াসিন গাজী, ওমর, রাহিম, সজিব, জাহিদ, সেলিম, প্রাপ্ত, তরিকুল, জাহিদুল, মারুফ। কোচ মহসিন পাটওয়ারী। টিম ম্যানেজার মনোয়ার চৌধুরী।