বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০০:০০

বাবুরহাট সার্বজনীন পূজা উদযাপন পরিষদের পুরস্কার বিতরণ
স্টাফ রিপোর্টার ॥

প্রতি বছরের ন্যায় এই বছরও ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট সার্বজনীন পূজা উদযাপন পরিষদের আয়োজনে বাবুরহাট শিলন্দিয়া স্বর্গীয় কুলদা প্রসাদ দে মহাশয়ের বাড়িতে ১৭তম সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। পূজা উপলক্ষে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে জনপ্রতিনিধি, জেলা পূজা উদযাপন পরিষদ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ ব্যাপক দর্শনার্থীদের উপস্থিতি ঘটে। পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্রসহ বিভিন্ন খেলাধুলা, উলুধ্বনি-শঙ্খধ্বনি প্রতিযোগিতা এবং আরতি নৃত্য ও প্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়। নবমী পূজার দিন রাতে অনুষ্ঠিত হয় র‌্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ। ৫০টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার এলআইডি টিভি জিতে নেন দর্শনার্থী চাঁদপুর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী অর্ণিতা রায়।

পুরস্কার বিতরণ করেন পূজা মণ্ডপের সভাপতি সুভাষ চন্দ্র পাল। উপস্থিত ছিলেন পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক সুরঞ্জিত চন্দ্র কর, কোষাধ্যক্ষ অমৃত চন্দ্র দে, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ পাল, সদস্য শম্ভু চৌধুরী, অমিত চন্দ্র দে, নিপু চৌধুরী, রনি চন্দ্র দে প্রমুখ।

শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় পূজা কমিটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়