প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০০:০০
‘ভালো কাজে আমাদের সাথেই থাকুন’ স্লোগানে ২৪ অক্টোবর রাতে সৌদি আরবে শাহরাস্তি প্রবাসী ফোরামের উদ্যোগে মতবিনিময় সভা রিয়াদের বাথা পাঁচ তারকা হোটেল অ্যাপোলো ডিমুরায় অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসী শাহরাস্তি ফোরামের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম বিলাসের সভাপ্রধানে ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন দেশ থেকে পবিত্র ওমরাহ পালনে আসা শাহরাস্তি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান।
বিশেষ অতিথি ছিলেন প্রবাসী শাহরাস্তি ফোরামের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন লাভলু ও সাধারণ সম্পাদক সালেহ আহমেদ ভূঁইয়া। উপস্থিত ছিলেন ফোরামের সদস্য মোঃ রফিকুল ইসলাম, কাজী মাসুদ, মোঃ মিলন, মোঃ শান্ত, মোঃ মেহেদী, আবদুল মালেক, মোঃ তারেক, আবদুর রাজ্জাক, মোঃ মোশাররফ প্রমুখ।
প্রবাসী শাহরাস্তি ফোরামের মূল লক্ষ্য হচ্ছে প্রবাসে বসবাসরত বাংলাদেশী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য আন্তরিকভাবে কাজ করা।