প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০০:০০
চাঁদপুরে প্রথম ভাষাবীর এমএ ওয়াদুদ মুক্ত স্কাউটস ফ্রেন্ডশীপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর প্রথম ভাষাবীর এমএ ওয়াদুদ মুক্ত স্কাউটস ফ্রেন্ডশীপ ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও চাঁদপুর জেলা স্কাউটসের সভাপতি কামরুল হাসান। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র ও জয় বাংলা স্কাউট গ্রুপের সভাপতি মোঃ জিল্লুর রহমান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার স্কাউটসের সাথে সংশ্লিষ্ট অংশীজন।
বক্তারা বলেন, স্কাউটস আত্মমর্যাদায় বিশ্বাসী হিসেবে তৈরি করে, নিজের প্রতি কর্তব্য পালন ও মানবসেবায় ব্রত হওয়ার পাশাপাশি একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটসের গুরুত্বপূর্ণ অপরিসীম।