প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সার্বিক উন্নয়নের জন্যে পূর্বঘোষিত সিদ্ধান্ত মোতাবেক নগদ অর্থ প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখার সিনিয়র সহ-সভাপতি জালাল আহমেদ সিআইপি। ২৪ অক্টোবর জালাল আহমেদ স্বজন ও নেতা-কর্মীদের নিয়ে ফরিদগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে প্রেসক্লাবের সভাপতি মোঃ মামুনুর রশিদ পাঠানের কাছে এ অর্থ হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন তালুকদার, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পাবেল পাটওয়ারী, সাবেক ছাত্রনেতা আকরাম হোসেন রবিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিমুল পাটওয়ারী, যুবলীগ নেতা আব্দুর রহিম নিলাফ, পৌর যুবলীগ নেতা ভুট্টু মিয়াজী, যুবলীগ নেতা ইসমাইল হোসেন পাটওয়ারী, মাসুম পাটওয়ারী ও ছাত্রলীগ নেতা শাহাদাত তপাদার।